ঝিনাইদহে আইনজীবী আলী কদর হত্যা মামলায় আপন দুই ভাই কদু ও মধুকে যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহে আইনজীবী আনোয়ার হোসেন কদর হত্যার দায়ে তার আপন দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু। তারা দু’জনাই, নিহত আইনজীবী আনোয়ার হোসেন কদরের আপন ছোট ভাই ।
সোমবার (২ জুন) বিকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালতের রায় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যার মামলা নং: ৪৯৯/১৭)
মামলার পর দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমান শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপরোক্ত দন্ডাদেশ দেন।
অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন, কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, লাল্টু, হাবিবুর রহমান এবং মৃত লুৎফর রহমান।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট রজব আলী, মহফুজুর রহমান বুলু এবং খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।

