ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চাঁচড়া মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার ওই গ্রামের সাগর হোসেনের স্ত্রী। তাদের সাত বছর বয়সী ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক মোটরের পানি দিয়ে চাল ধোয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে শারমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।