ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে আম বিতরণ

কোটচাঁদপুর মডেল  সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের  ছাত্র / ছাত্রীদের মাঝে আম বিতরণ করা হয়েছে । বুধবার (০৪-০৬-২৫) সকালে আম বিতরন করেন বিদ্যালয় কতৃপক্ষ।

জানা যায়,কোটচাঁদপুরের ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৯১৫ জন ছাত্র/ছাত্রী। ওই সব ছাত্র /ছাত্রীদের হাতে আম তুলে দিয়ে উদযাপিত হবে আম উৎসব। আর এর জন্য করা হয়েছে স্কুলের শিক্ষকদের নিয়ে আম উৎসব আহবায়ক কমিটি। যার আহবায়ক করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক নার্গিস সুলতানাকে।

বুধবার সকালে ছাত্র ছাত্রীদের হাতে আম তুলে দিয়ে উদযাপিত হয়েছে  ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিবাহী আম উৎসব। এ সময় উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের হাতে আম তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক এমদাদুল হক,দিবস সিংহ,শফিকুল ইসলাম, কাজী ইসারুুল্লাহ,আরিফুল ইসলাম।

আম উৎসবে আসা ওই বিদ্যালয়ের ৮ ম শ্রেনীর ছাত্র বেলাল হোসেন বলেন,প্রতি বছরই আমরা আম উৎসব উদযাপন করে থাকি। এ বছর বেশি খুশি লাগছে,কারন গেল বছরের তুলনায় এ বছর আম অনেক বেশি দিয়েছেন।

আম উৎসবে আসা আরো অনেকেই জানিয়েছেন তাদের এই খুশির গল্প। তারা বলেন, আমের মৌসুম শুরুর পর থেকে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। কবে আসবে আম উৎসব। আজ ছিল সেই কাংক্ষিত আম উৎসব।

তারা বলেন,গেল বছর গাছে আম কোন ধরে ছিল। এ জন্য আম কম পেয়েছিলাম। এ বছর ১৫ টি করে আম দিচ্ছেন শিক্ষকরা। এতে করে আমরা অনেক খুশি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বলেন,বিদ্যালয়ে ৯৮ টি ধরন্ত আম গাছ রয়েছে। যার মধ্যে ৭৮ টি আম গাছ প্রতি বছর টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। যা থেকে  ২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়। আর বাকি ২০ টি আম গাছ রাখা হয় ছাত্র ছাত্রী শিক্ষকদের নিয়ে আম উৎসব উদযাপনের জন্য।

তিনি বলেন,২০১৬ সালে আমি বিদ্যালয়ে যোগ করেছি। সে থেকে এই আম উৎসব করে আসছি। তবে এর আগে থেকে এই উৎসব চলে আসছে বলে জানতে পেরেছি।

এ বছর ৯১৫ জন ছাত্র ছাত্রীর হাতে ১৫ টি করে আম তুলে দিয়ে এই আম উৎসব উদযাপন করা হয়েছে। সামনের দিনে এই উৎসব অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *