কালিগন্জের আপন ২ ভাই হত্যা মামলার আসামি গ্রেফতার
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়ায় সহোদর দুই ভাই কে হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রাজ্জাক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে মঙ্গলবার (১০ জুন) উপজেলার গাজীরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার তেঘরিহুদা গ্রামের ছেলে।
ওসি শহীদুল ইসলাম হাওলাদার , কালীগঞ্জ থানা,ঝিনাইদহ জানান, গত ১ জুন কালীগঞ্জের নাকোবাড়িয়া এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই ইউনুচ আলী ও মহব্বত আলীকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে তাদের প্রতিপক্ষ দলের লোক জন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রাজ্জাক। তাকে আটকের পর আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ থাকে যে, গত ১ জুন সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝিনাইদহ জেলার কালিগন্জ উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বত আলীকে কুপিয়ে হত্যা করে। এসময় ঠেকাতে গেলে তার ভাই ইউনুছ আলীকে কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা।
এরপর থেকে ইউনুছ আলী যশোরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুন মারা যান। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।