ঝিনাইদহ জেলার শৈলকূপা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ভোজ অনুষ্ঠিত
শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলার শৈলকূপা প্রেসক্লাব ঈদ পরবর্তী পুনর্মিলন ও একটি প্রীতিভোজ আয়োজন করে। শৈলকূপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ আয়োজন সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতারা সহ আমন্ত্রিত অতিথিরা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম নেতা শিহাব মল্লিক এবং সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান আহ্বায়ক তাজনুর রহমান ডাবলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া রাশিদুজ্জামান রাসেল, বিভাগীয় প্রধান, ইংরেজি, ইবি।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, মজিদ স্যার(অবসরপ্রাপ্ত ),শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ,
এছাড়াও প্রবীণ সাংবাদিক বিমল সাহা, দেলোয়ার কবীর প্রমূখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
