ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেই সময় বিশেষ অতিথি হিসাবে ঝিনাইদহ পুলিশ সুপার মনজুর মোর্শেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী একটি রেলি জেলা প্রশাসকের অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *