ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী” “দূষণ মুক্ত ও কচুরিপানা অপসারণ” কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

“নবগঙ্গা নদী ঝিনাইদহ জেলার প্রাণ”। সেই নদী আজ দস্যু কচুরিপানার কবলে পড়ে হারাচ্ছে তার গতি,ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ,সৃষ্টি হচ্ছে শহরে জলাবদ্ধতা,ব্যাঘাত ঘটছে মাছের উন্মুক্ত বংশবিস্তার, হ্রাস পাচ্ছে নদীর নাব্যতা।

“নদীকে রাখবো দূষণ মুক্ত, রক্ষা করবো পরিবেশের ভারসাম্য” এই স্লোগান কে ধারণ করে ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আজ ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের উদ্যোগে নবগঙ্গা নদী কে দূষণ মুক্ত ও কচুরিপানা মুক্ত করতে এক বিশাল কর্মযজ্ঞের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন  “আমার নদী আমি পরিষ্কার রাখবো” এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সকলকে নদী দূষণ মুক্ত ও কচুরিপানা অপসারণের কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। তিনি ঝিনাইদহের আপামর জনতার উদ্দেশ্যে, বিশেষ করে নদীপাড়ের ভাই বোনদের আহ্বান করে  বলেন,আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শৈশবের সেই নবগঙ্গাকে পূর্ব রুপে ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কচুরিপানা অপসারণের অভিযানে অংশ গ্রহণ করি।

তিনি বলেন যতক্ষন না আমাদের নবগঙ্গা সম্পূর্ণ রুপে কচুরিপানা মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান  কার্যক্রম অব্যাহত থাকবে। 

আজকের “নবগঙ্গা  কচুরিপানা মুক্ত অভিযানের” প্রারম্ভিক সূচনাতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর প্রমুখ এবং জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিক ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *