ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারিপ্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৫ দিন প্রশিক্ষন শেষে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে স্থানীয় জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে এই সনদ বিতরণ করেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আব্বাস আলী,সোনালী ব্যাকের এজিএম রবিউল ইসলাম, সামসুল আলম, চেম্বারের পরিচালক আব্দুল মতিন মুক্ত, চেম্বারের সচিব এনামুল হক ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কানিজ ফাতেমা জ্যোতি।

আয়োজকরা জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পাঁচদিন ব্যাপী আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, নারীরা যাতে বাসায় বসে নিজেরাই উদ্যোক্তা হতে পারে সে জন্য ঝিনাইদহে এমন আরো উদ্যোগ নেওয়া দরকার। তাহলে নারীরা প্রকৃত উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। আর এই সব ছোট ছোট উদ্যোগতাদের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে মনোবল বৃদ্ধির জন্য ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টি আকর্শন করেন। কারন অনেক উদ্যোতার মেধা থাকলে অর্থের অভাবে তারা পিছিয়ে যান। তাই দেশের  অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে উদ্যোগতাদের কাজে লাগাতে সকল শ্রেনী পেষার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *