বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আলোচনাসভা ও দোয়া মাহফিল।
আব্দুস সামাদ,ঝিনাইদহ।
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে মৃত্যুঞ্জয়ী ও আপোষহীন দেশনেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিশেষ উদ্যোগে আজ শুক্রবার জেলা বিএনপির পার্টি অফিসে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি জনাব সোমেনুজ্জামান সোমেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জনাব জান্নাতুল আলম জীম সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যের এক পর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জানান সোমেন ফ্যাসিস্ট দোসরদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। অপরদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বেগম খালেদা জিয়ার ত্যাগ-তিতীক্ষার কথা উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিগত সরকারের আমলে বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের আদর্শ এবং অনুপ্রেরণার প্রতীক। মা, মাটি ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুল আলম জীম দেশের জন্য আরেকটিবার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার দৃঢ় আহবান জানান।
